বন্ধু বাঁকা শ্যাম রায়,
অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়।
আইলায় না রে সোনা বন্ধু
রইলায় কোথায়
মিছামিছি প্ৰেম বাড়াইয়া
আমারে মাইলায়।।
ধেনুর সনে গোচারণে
কদম্ব তলায়।
বাঁশিটি বাজাইয়া বন্ধে
দ্বিগুণ জ্বালায়।।
আর ভাইবে রাধারমণ বলে–
পিরিতি বিষম দায়।
পর কি আপনা হইব।
খুড়াত বুঝা যায়।।
পরবর্তী:
বন্ধু বিনে এ জগতে কে আছে মোর আপনা »
বন্ধু বিনে এ জগতে কে আছে মোর আপনা »
Leave a Reply