প্ৰাণসখী গো–পরার লাগি কন্দে আমার মন
পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
আমি পাইলাম নাগো পরার মন।।ধু।।
যাইতে যমুনার জলে দেখিলাম কদম্বতলে বাঁশরী হাতে গো সই,
ও তার বাঁশির সুরে উন্মদিনী ঠিক থাকে না দুই নয়ন।
যখন আমি রাধতে বসি তখন কালায় বাজায় বাঁশি
আমি রাধতে গিয়ে কঁদিতে বসি হলদি দিতে দেই লবণ।
ভাবিয়া রাধারমণ বলে জীবন কালে নাই মিলে ঐ কালার মিলন,
আমি ধৈৰ্য ধরে থাকবো গো মইলে যেনো পাই দরশন।।
পূর্ববর্তী:
« প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও
« প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও
পরবর্তী:
প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম »
প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম »
Leave a Reply