প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।।
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে
এগো নাম ধরিয়া বাজায় বাঁশি তারে আনিয়া দে।
অষ্ট আঙ্গুলে বাঁশের বাঁশি ঘর কোঠাকোঠা
এগো নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধা।।
কোন ঝাড়ের বাঁশি ঝড়ের লাগাল পাই
জড়েপেড়ে উগারিয়া সায়রে ভাসাই।।
ভাইবে রাধারমণ বলে শুন ধনী রাই
জলে গেলে হইব দেখা ঠাকুর কানাই।।
পাঠান্তর এগো..: কানাই > মাথার বেণীবদল দিব তারে আনিয়া দে,/ বংশী নয় গো কালভুজঙ্গ বংশী, লরাধারী / এমন নির্লজ্জ বাঁশি তরলবাঁশের আগা / কেমনে জানিয়াছ বাঁশি আমার নাম রাধা / রাধা রাধা বলে বাঁশি বাঁশী আমার কুলবাঁশি/ দারুণ বাঁশির সুরে মাইল জাতিকুল / ভাইবে রাধারমণ বলে শুন গো সখী সকলে / বাঁশের বংশ করমু বিনাশ যে কোনো কৌশলে।
পূর্ববর্তী:
« প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম
« প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম
পরবর্তী:
প্ৰাণে বাচি না গো সখী প্ৰাণে বাচিনা »
প্ৰাণে বাচি না গো সখী প্ৰাণে বাচিনা »
Leave a Reply