প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম
আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম।।
রাইয়ার মাথায় চিকন চুল দেখতে লাগে নানান ফুল
সে ফুলের গন্ধে যেমন মন হইল ব্যাকুল।।
আসিল নাগর বন্ধু উথলিল প্রেমাসিন্ধু
আমার জলের ঘাটে গেল কুলমান।।
ভাইবে রাধারমণ বলে ঠেইকাছি রাই কালার প্রেমে
যেমন নতুন যৌবন করলায় দান
তেমনি জড়াইল বাহু দিয়া বাঁশি তুলে তান
পূর্ববর্তী:
« প্ৰাণসখী গো–পরার লাগি কন্দে আমার মন
« প্ৰাণসখী গো–পরার লাগি কন্দে আমার মন
পরবর্তী:
প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে »
প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে »
Leave a Reply