পিারিতি করি শ্যাম-কালাচান্দে
ঠেকাই গেল ফান্দে;
লাঞ্ছনা ঘটাইল সোনা বন্ধে।।
সই গো, এ ঘরে শাশুড়ী বয়রী
ফুকারিতে নাই পারি;
প্ৰাণি কান্দে ‘জয় হৃদয়’ বলি’।
এগো, ঘরে জ্বালা, বাইরে জ্বালা–
আর জ্বালা দেয় নন্দে।।
সই গো, একে তো অবুলা বালা,
মাথে গো, কলঞ্চের ভালা–
বুক ভিজাইয়া যায় দুই নয়ানের জলে।
ভাইবে রাধারমণ বলে, কাজ নাই কুলমানে।।
পূর্ববর্তী:
« পিরীতি করা পরানে মরা রে
« পিরীতি করা পরানে মরা রে
Leave a Reply