নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
নিরুপম রূপমাধুরী পীত বসনে।
মনোহর নটাবর ত্রিভঙ্গ ভঙ্গিমে
শিরে শিখিপাখা শোভে বংশীবদনে।
নয়নে লাগল রূপ হানল পরানে
পাসরা না যায় রূপ শয়নে স্বপনে।
নয়নে নয়নে দেখা হইল যেদিনে
সে অবধি প্ৰেমাকুরে শ্ৰী রাধারমণে।
পূর্ববর্তী:
« নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন
« নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন
পরবর্তী:
নবীর নামে পড়ো দুরুদ,ওহে মুমিন মুসলমান »
নবীর নামে পড়ো দুরুদ,ওহে মুমিন মুসলমান »
Leave a Reply