দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
দাঁড়ায় কদমতলে।
মস্তকেতে মোহনচূড়া বামে হেলিয়া পড়ে—
গলায় শোভে ফুলমালা যেন বিদ্যুৎ জ্বলে।
হাতে তার মোহনবাঁশি বাজে শ্ৰীরাধা বলে
পরণে তার নীল ধড়া দাঁড়াইয়াছে কদমতলে।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি সকলে
আয়গো তোরা সবে মিলে দেখবে শ্যাম কদমতলে।
পাঠান্তর : হা/৩৯ : মস্তকেতে > শ্যামের মস্তকেতে; পরণে… কদমানতলে\”>শ্যামের পরণে সোভিয়াছে নীলাম্বরী শারি গো পরনে উড়িয়া উড়িয়া পড়ে / শ্যামের পদেতে শোভিয়াছে পঞ্চকাঠি খাড়া গো ঝুনুর ঝুনুর করে। ভাইবে … কদমতলে > x x
Leave a Reply