তোরা কে যাবে সই যমুনা নীরে
শুনে বাশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে।।ধু।।
সেত বসে নিরলে সই গো কদম্ব মূলে
মনপ্ৰাণ হরিয়া নিল সুমধুর স্বরে
মনে লয় তার সঙ্গে যাইতে আর রহিতে না পারি ঘরে।।১।।
বাঁশি কি মন্ত্র জানে ধ্বনি যে শুনে কানে
সে কি ঘরে রইতে পারে ধর্ষ ধরে।
বাঁশির জ্বালা সইতে নারি যেন আগুনে দাহন করে।।২।।
সব সঙ্গিনী সনে চল শ্যাম দরশনে
মোহন বাঁশির স্বরে উচাটন করে
শ্ৰীরাধারমণের আশা আমায় নেয় সঙ্গে করে।।৩।।।
পূর্ববর্তী:
« তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
« তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
পরবর্তী:
তোরা দেখ যমুনার কূলে »
তোরা দেখ যমুনার কূলে »
Leave a Reply