তোরা ঐ শুনিনি গো শ্যামকালিয়া
বাঁশির স্বরে আমায় ডাকে।
বাঁশি আমায় ডাকে, আমায় ডাকে আমায় ডাকে গো
যখন আমি রানতে বসি কালায় তখন বাজায় বাঁশি
আমার রন্ধনেতে মন মজে না কি হইল গো।
ক্ষুধা নিদ্ৰা না লয় গো মনে প্ৰাণ কান্দে রাত্ৰিদিনে
কে যে জলের ঘাটে কি সন্ধানে বাঁশি বাজায় গো।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
কৃষ্ণ দরশনে যাইতে আমায় নিও গো।
পূর্ববর্তী:
« তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
« তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
পরবর্তী:
তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয় »
তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয় »
Leave a Reply