তরুমুলে শ্যামরূপ হেরিলাম তরুমুলে।
নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে।।
শিরে চূড়া শিখিপাখা কি আচানক যায় গো দেখা
দাঁড়াইল ত্ৰিভঙ্গ বাঁকা বনমালা গলে।।
শ্যামরূপের নাই তুলনা ভুবনমন্ডলে।।
শ্যামরূপে নিল আঁখি মন হইয়াছে চাতক পাখি
আমার প্রাণ কন্দে থাকি থাকি রাধারমণ বলে।
পাঠান্তর গো: নবীন মেঘেতে যমুনার জলে; শিরে চূড়া… গলে শ্যামরূপের … হেরি কি সুন্দর মাধুরমা কেমন সুন্দর বদন চন্দ্ৰিমা; মন … পাখি বাইর হইল প্ৰাণ / তবুন ধরিতে পারি। সবে যায় নানা ছলে; আমার … বলে ভাইর রাধারমণবলে কি জানি কি কপালো/ লেখছে বিধি রূঢ় মনে যে আগুনে হিয়া জ্বলে।
পূর্ববর্তী:
« তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয়
« তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয়
পরবর্তী:
তরুলতা আছে যেমন বৃক্ষ মাঝে »
তরুলতা আছে যেমন বৃক্ষ মাঝে »
Leave a Reply