ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না ঢেউ দিয়ো না জলে–
গো সই ঢেউ দিয়ো না জলে।।
আর ঘুম তনে উঠিয়া রাধে
কলসী পানে চায়।
কলসীতে নাই রে জল,
যমুনায় চলে থিরে।।
আর কসলী ভরিয়া রাধে
থাইল কদমতলে;–
কদমফুল ঝরিয়া পড়ে কলসীর মাঝারে।।
আর শাশুড়ী বলে গো বধু
এতে দিরং কেনে?
ওরে জলে গেলে পাড়ার লোকে
পথ দেয় না মোরে।।
ভাইবে রাধারমণ বলে,
শুনো গো সকলে,
পঙ্খ নয় উড়িয়া যাইতাম
ফিরিয়া জলের ঘাটে।।
পূর্ববর্তী:
« ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি জলের ছায়ায় সই গো
« ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি জলের ছায়ায় সই গো
পরবর্তী:
ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে »
ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে »
Leave a Reply