ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি জলের ছায়ায় সই গো
জলের ভিতরে শ্যামরায়।।ধু।।
সই গো–অষ্ট-সখী লইয়া গো রাধে জল ভরিতে যায়
কলসীতে দেখতে পায়।
সই গো–কদম ডালে বইসে গো বন্ধে বাঁশিটি বাজায়
সেই অবধি হইলগো ব্যাধি শয়নে স্বপনে দেখা যায়।
সই গো রূপের পাগল হইচে যারা–রূপেতে মিশিতে চায়
শ্যাম বিচ্ছেদের জ্বালা তোর সদায় জ্বালায় পোড়ায় ।
সই গো–ভাইবে রাধারমণ বলে প্ৰাণ রাখা হইল দায়
ভাবিক বিনে ঐ রূপ কেউ না দেখিতে পায় ।
পূর্ববর্তী:
« ডুব দে রে বাউলের মন ভাব সাগরে ডুব দেরে তুই
« ডুব দে রে বাউলের মন ভাব সাগরে ডুব দেরে তুই
পরবর্তী:
ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না ঢেউ দিয়ো না জলে »
ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না ঢেউ দিয়ো না জলে »
Leave a Reply