জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে।
জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
কালনাগে ছুপ মারিয়াছে বিষ উইঠাছে মাথে।
রঙ্গ গেল রূপ গেল গো সখী গেল মুখের হাসি
সোনার অঙ্গা মলিন হইল বয়সে দিল ভাটি।
ভাইবা রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এগো মনের আগুন জ্বলছে দ্বিগুণ জল দিলে কি নিবে।
পূর্ববর্তী:
« জলধারা দেও গো সখী মাথে
« জলধারা দেও গো সখী মাথে
পরবর্তী:
জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে »
জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে »
Leave a Reply