জল আনিতে দেইখে আইলাম গো সকি গৌরবরণ বাঁকা।
এগো কি কুক্ষেণে শ্যামের সনে হইল আমার দেখা।।
হস্তে শ্যামের মোহন বাঁশি গো শিরি মোহন চুরা
এগো কাঁচা সোনা বিল মিল বিলমিল
তনু খানি মাখা।।
মনপ্ৰাণ নিল শ্যামে গো শুধু দেহামাত্র একা
এগো মনভোলানো রূপটি আমার
হৃদয় মাঝে আঁকা।।
উপায় বল ও সজনী গৃহে দায় হইয়াছে থাকা
এগো পাখির মতন উইড়া যাইতাম থাকত যদি পাখা।।
ভাইবে রাধারমণ বলে তারা শুন রে প্রাণের সখা
এগো নিশাকালে শ্যামের সনে হইব তোমার দেখা।।
পূর্ববর্তী:
« জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ
« জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ
পরবর্তী:
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো »
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো »
Leave a Reply