চল সখী বন্ধু দেখতে যাই গে কদমতলায়
আড়ে আড়ে শ্যাম নাগারে আমার পানে চায়।
বাঁশির সুরে পাগলিনী করছে বাহির রাই রঙ্গিনী
আদর করিয়া ডাকে আয় গো সখী কদমতলায়।
বাঁশির নামে কালাসাপিনী দংশিল অবলার প্রাণী
রমণীর মন যায় না রাখা মুনির মনই হরে।
ভাইবে রাধারমণ বলে আয় সখী যমুনার জলে
জলের ছলে পাবে দেখা বংশীধারী শ্যামরায়।
পাঠান্তর : আয় সখী… শ্যামরায় > কে যাইবে যমুনার জলে/ জলের ঘাটে হইবে দেখা প্রাণ বন্ধুয়ার সনে।
পূর্ববর্তী:
« চল রে সুবল রাই দরশনে
« চল রে সুবল রাই দরশনে
পরবর্তী:
চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন »
চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন »
Leave a Reply