কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি,
বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি।।
এমন লুকি দিল গো কালায় স্বপনে না দেখি।
যখন কালায় বাজায় বাঁশি তখন আমি রান্ধি বসি।।
ভিজা কাঠ চুলায় বসে কান্দি মরি।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পীরিত করিয়া গেল, অন্তরে যে ঝুরি।।
পাঠান্তর গো : ভিজা কষ্ট… মারি > আকুল করে কালার বাঁশি ভিজা কাষ্ঠ চুলায় ঠাসি / ধুমা উঠে ঘর ভরি তার দুহারে কান্দি বসি; ভাইবে রাধারমণ… ঝুরি > ভাবিয়া রাধারমণ বলে কান্দি বসি ধুয়ার ছলে /কান্দনের নাই পারাপার, কান্দি কান্দি কুল বিশি।
পূর্ববর্তী:
« কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো উদাসিনী কৈল গো মোরে
« কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো উদাসিনী কৈল গো মোরে
পরবর্তী:
কোন বনে বাজে বাঁশি টের না পাই »
কোন বনে বাজে বাঁশি টের না পাই »
Leave a Reply