কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী।।ধু।।
পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি।।চি।।
শ্যাম দরশনের দায় যদি প্ৰাণ যায় জনম সফল গনি
কি করে ছার কুল না হাসে শুকুল লাজ ভয় নাহি মানি।।
শ্যাম নব অনুরাগে সজনীগো হইলেম উদাসিনী।।১।।
শ্যামপিরিতের মরা না যায় ধর্য ধরা বিরহে ব্যাকুল প্ৰাণী
বাঁশি হইল কাল ঘটাইল জঞ্জাল করিল গো পাগলিনী
আশা পথে চাতাকিনী সজনীগো কাঙালিনী।।২।।
এই ব্ৰজ মাঝে রমণী সমাজে হইলে হব কলঙ্কিনী
বিরহ বেদনা পরাণে সহে না বিনে শ্যাম চিন্তামণি
শ্ৰী রাধারমণে ভনে সজনীগো আমায় নেয় সঙ্গিনী।।৩।।
পূর্ববর্তী:
« কে যাবে গো আয় সখী দির সমীর বনে
« কে যাবে গো আয় সখী দির সমীর বনে
পরবর্তী:
কে যাবে শ্যাম দর্শনেতে আ সজনী »
কে যাবে শ্যাম দর্শনেতে আ সজনী »
Leave a Reply