কেন রাধা বলে বাজায় শ্যামের বাঁশরী দিবানিশি।
এগো বাঁশির স্বরে গৃহে থাকা দায় হইল প্ৰাণ প্ৰেয়সী।।
যখন রন্ধনশালায় বসি তখন কালায় বাজায় বাঁশি।
আমি বাঁশির স্বরে ধুমার ছলে কান্দি।।
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
এগো জীবন কালার প্ৰেমে বান্ধা আছে শ্ৰীমতী কিশোরী।।
পূর্ববর্তী:
« কেন যে ধান ফলাইলাম আমি ক্ষেত্রটায়
« কেন যে ধান ফলাইলাম আমি ক্ষেত্রটায়
পরবর্তী:
কেনে আইলাম জলে গো সই কেনে আইলাম জলে »
কেনে আইলাম জলে গো সই কেনে আইলাম জলে »
Leave a Reply