কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না
বাঁশিটি বাজাইয়া পাগলিনী আর কইরো না।।
নিতি নিতি বাজায় বাঁশি উড়াইয়া নেয় প্ৰাণী
কাকুতি মিনতি করি। রাধা বইলে আর ডাইকো না।।
পন্থ ছাড় ছাড় বলি আমরা সব কুলনারী
শিরেতে কলঙ্ক ডালি লোকে দেয়ারে গঞ্জনা।
শাশুড়ী ননদী ঘরে থাকি আমি কেমন করে
শ্ৰীরাধারমণ বলে এই পথে আর যাইও না।।
পূর্ববর্তী:
« কৃষ্ণনাম লও রে মন দুরাচার
« কৃষ্ণনাম লও রে মন দুরাচার
পরবর্তী:
কে তোরা যাবি পারে লয়ে যা মোরে গুণধনি »
কে তোরা যাবি পারে লয়ে যা মোরে গুণধনি »
Leave a Reply