কুলের বাহির ও মুররী করিয়াছ আমারে
কুল গেল মান গেল না পাইলাম তোমারে।।
নিরলে শ্যাম পাইলে বুঝাই কইও তারে
আমি ও কুলটা আইছি সে যেন ভুলে না মোরে।
প্রভাতকালে কোকিলায় কুহু কুহু করে
শ্যামচাঁদ বাজায় বাঁশি রাধার নামটি ধরে।
ভাইবে রাধারমণ বলে প্ৰাণ ছটফট করে
কেগো দূতী ধরি দিতে পারবে শ্যামবন্ধুয়া রে।।
পাঠান্তর : (১) মুররী কুল গেল… তোমারে > মুরারী > আমিষে.× × প্রভাতকালে… শ্যামবন্ধুয়া রে প্রভাতকালে কাল কোকিলায় প্রতিধ্বনি করে / সখী রে মাঝে কয়ে বাঁশি ভাইবে দেয় বাঁশি সবাকারে / গুপ্তপুরে আজ ব্ৰজপুরে / সখী রে বিপদে পড়িয়া ডাকি কোথায় গো বৃন্দাদুতী, এ বিপদে রক্ষা করে / ভাইবে রাধারমণ বলে চিন্তামণির চিন্তা যাবে দূরে।
Leave a Reply