কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে।।
আধো মাথায় মোহনচূড়া আধ মাথায় বেণী
শ্যামের চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল বেণীয়ে ধরে ফণী।।
আধা গলায় চন্দ্ৰহার আধো গলায় মালা
অর্ধ অঙ্গ গৌর বরণ অর্থ অঙ্গ কালা।।
আধো মুখে মোহন বাঁশি আধো মুখে হাসি
রমণ বলে হৈতাম আমি শ্ৰীচরণের দাসী।।
পূর্ববর্তী:
« কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও
« কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও
পরবর্তী:
কুটুম পাখিরে কোন দেশের জঙ্গলে তোমার বাস »
কুটুম পাখিরে কোন দেশের জঙ্গলে তোমার বাস »
Leave a Reply