কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও
নয়ানের সাধ মিটিলে তবে তুমি যাইও।।ধু।।
যমুনার জলে যাইতে পথ যাইতে আধা
কদমতলে বাঁশি বাজাই শ্যামে দিলা বাধা
শ্যামের দিকে চাইয়া আঠুতে উষ্টা লাগি পাও
গাগরী ভাঙ্গিয়া গেল শ্বশুড়ীর গালি খাও।
শ্বশুড়ী ননদীর গালি কানে বজ্ৰ জ্বালা–
ভাইবে রাধারমণ বলে শ্যাম পাইলে ভালা।
পূর্ববর্তী:
« কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
« কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
পরবর্তী:
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে »
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে »
Leave a Reply