কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা
সে অবধি আমার মন হইয়াছে উতলা।।ধু।।
ভঙ্গী করি দাঁড়াইয়াছে বন্ধু চিকন কালা
ধড়া মোহন বাঁশি গলে বনমালা।।
শয়নে স্বপনে দেখি বন্ধু চিকন কালা
মুনিরও বে মন ইলে আমরা তো অবলা।
হস্তে করি মাথে লইলাম শ্যাম কলঙ্কের ডালা
রাধারমণ বলে রাধা হইয়াছে উতলা।
পূর্ববর্তী:
« কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুদপে ধিকিধিকি
« কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুদপে ধিকিধিকি
পরবর্তী:
কুখনে গো গিয়াছিলাম জলের লাগিয়া »
কুখনে গো গিয়াছিলাম জলের লাগিয়া »
Leave a Reply