কি রূপ হেরিয়া অইলাম কদমতলে।।ধু।।
আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে।।চি।।
যাইতে যমুনার জলে শ্যামকালা জলে মিলে
কালরূপ হেরিয়া নয়ন আমার ভুলে।।১।।
ত্ৰিভঙ্গের ভঙিগামা বাঁকা চূড়ার উপর ময়ূর পাখা
কত মধু মালতীর মালা দিয়াছি গলে।।২।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
সখী বঞ্চিত করিও নাকে তোমরা সকলে।।
পূর্ববর্তী:
« কি রূপ দেখছি নি সজনী সই জলে
« কি রূপ দেখছি নি সজনী সই জলে
Leave a Reply