কি রূপ দেখছি নি সজনী সই জলে।।ধু।।
এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমুলে।।চি।।
সজনী হাতে বাঁশি মাথে চূড়া ময়ূরপুচ্ছ হিলে
যেন মালতীর মালা শ্যাম অঙ্গে দোলে।।১।।
সজনী কুক্ষণে জল ভরিতে গেলাম যমুনার কিনারে
এতো হাসি হাসি কয় গো কথা মন ভুলাইবার ছিলো।।২।।
ভাইবে রাধারমণ বলে শুনগো সকলে
আমার সব দুঃখ পাশরিমু শ্যামদরশনে।।৩।।
পূর্ববর্তী:
« কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে
« কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে
পরবর্তী:
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে। »
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে। »
Leave a Reply