কাহারে মরম কহিব রে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে।।ধু।।
যেমন মেঘের আশে চান্তর্কিনীর হৃদয় বিদুরে রে।। চি।।
বাঁশিরে নিবিড় কুটিরে রে বৈসে থাকি মনপাখি দুই আঁখি ঝুরে
যেমন পিঞ্জিরায় পাখির মত উড়িতে না পারিরে।।১।।
বাঁশিরে শ্রবণে শয়নে রে সম্মিলন নয়নে নয়ন কামশরে
মনপ্ৰাণ হরিয়া নিল কালিন্দ্রির তীরে রে।২।।
বাঁশিরে শ্ৰী রাধারমণের এই কথা মনের ব্যথা কহিনা কাহারে
আপন সাধে ঠেইকাছি ফান্দে আমি কি দোষ দিমু করে রে।।৩।।
পাঠান্তর : যেমন মেঘের আশে … বিদুরেরে > পিপাসায় চাতকিনীর বিদরে পরানী; মনপ্ৰাণ > ধনপ্রাণ, কালিন্দীর তীরে রে > কালিন্দ্রির তীরে /পয়লই রাগ অনুদিন বাঢ়িল,আনল হিয়ার মাঝে/ জ্বলছে আনল জল দিলে নিবে নারে।
Leave a Reply