কালার পিরতে সই গো সকল অঙ্গ জ্বলে
শীতল হয় না জল চন্দন দিলে।
হস্তে ঝারি কাঁখে কলসী, লও গো তারা শীঘ্ৰ করি।
প্রাণবন্ধু দেখিবার ছলে, কলসী ভাসাইয়া জলে।।
প্রাণবন্ধু লও গো কুলে, প্ৰাণবন্ধুরে ছাড়মুনা প্ৰাণ গেলে।
ভাবিয়া রাধারমণ বলে, প্ৰেম করিও না সখীর সনে
পাড়ার লোকে মোরে মন্দ বলে।
পূর্ববর্তী:
« কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
« কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
পরবর্তী:
কালার প্রেমের কেন পাগল হইলাম »
কালার প্রেমের কেন পাগল হইলাম »
Leave a Reply