কালায় রাধাকে ভাবিয়া মনে বাজায় বাঁশি নিদুবনে।।ধু।।
ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে,
সখি গো যখন থাকি গৃহকাজে
বাজায় বাঁশি রাধা বৈলে।।
কালার বাঁশির গানে উদাসিনী
গৃহে থাকি আকুল প্ৰাণে।।
সখীগো ভাইবে রাধারমণ বলে
প্ৰেমানলে অঙ্গ জ্বলে।।
এগো ললিতে কালার বাঁশির স্বরে উন্মাদিনী
মনপ্ৰাণ সহিতে টানে।
পূর্ববর্তী:
« কালায় মরে করিয়াছে ডাকাতি গো শুন গো সখী
« কালায় মরে করিয়াছে ডাকাতি গো শুন গো সখী
পরবর্তী:
কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন »
কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন »
Leave a Reply