কালায় মরে করিয়াছে ডাকাতি গো শুন গো সখী
কালায় দেহের মাঝে সিদ বসাইয়া জ্বালায় প্রেমের বাতি গো।।
যখনকালায় বাজায় বাঁশি (আমি) গৃহে থাকি কেমন করি
কালায় জাতকুলমান সবই নিল, নাম রইল কলঙ্কী।।
বনপোড়া হরিণের মতো কালায় মরে করচে এত
আমার বুক চিরিয়া দেখাই করে কেহ নাই দরদী।।
ভাইবে রাধারমণ বলে, কৃষ্ণচরণ পদকমলে
আমার অন্তিমকালে যুগলচরণ হেইরে যেন মরি।।
পাঠান্তর : গো আ : মরে > ঘরে কালায়… বাতিগো > হৃদয়ের মাঝে ছেলে বসাইয়া জ্বালায় প্রেমের বাতি, যখন…কেমন করি > যখন কালায় বাঁশি বাজায় তখন গৃহে থাকা হয় দায়, কালায়…কলঙ্ক > আমার > মনপ্রাণ হরি নিল করিলো কলঙ্কী, বনপোড়া.. দরদী > কৃষ্ণচরণ পদকমলে > শ্ৰীগুরুর পদকমলে, আমার… মারি > অন্তিমকালে শ্ৰীচরণে পাই যেন গো আমি।
হা : দেহের … বসাইয়া > হৃদের মাঝে হৃদ বসাইয়া।
পূর্ববর্তী:
« কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
« কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
Leave a Reply