কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী
আগেতে না জানি
কুক্ষণে জল ভারতে গেলাম সুরধনীর তীরে।
ভঙ্গী করে দাঁড়াইয়াছে শ্যাম তরুয়া কদম্বতলে
দুই নয়ন বাধিয়া রাখি কদম্বের তলে
জল লইয়া গৃহে যাইতে চরণ নাহি চলে
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনী রাই
শীঘ্ৰ করি গৃহে যাও আর তো সময় নাই।।
পূর্ববর্তী:
« কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে
« কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে
পরবর্তী:
কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে »
কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে »
Leave a Reply