কানু রে গুণমণি শ্ৰীবৃন্দাবনে শুনি মুরারীর ধ্বনি।।ধু।।
বিরহ বেদন তনু হাতেতে মোহন বেণু
ললিত ত্ৰিভঙ্গা শ্যামরায় তরুতলে দাঁড়াইয়া
রাধা বলি মুরারী বাজায়।।
কেউ ছিল রন্ধনে কেউ ছিল দুধ আউটনে
কেউ পরে সীমান্তে সিন্দুর
কেউ পরে রত্নহার কেউ পরে অলংকার
কেউর শোভে চারণে নেপুর।
সাজিয়া সকল সখী হইয়া কদমতলা মুখী
তালে তালে কদমতলায় যায়
শ্ৰী রাধারমণ বলে যাও সখী সব চলে
নয়ন ভরি দেখো শ্যামরায়।
পূর্ববর্তী:
« কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ
« কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ
পরবর্তী:
কান্দ কেনে মন পাগলারে »
কান্দ কেনে মন পাগলারে »
Leave a Reply