কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
পন্থ ছাড়ারে শ্যাম রায়।
বন্ধুরে! তোমার কারণ, সব সখীগণ, আইলাম যমুনায়
জলে আসি হৈলাম দোষী, তার উচিত ফল দেখাইলায়।
বন্ধুরে! ঘরের জ্বালা কাল ননদী, তার জালায় প্ৰাণ যায়
লোকের মধ্যে কলঙ্কিনী কৈলে আমায়।
বন্ধুরে একা কুঞ্জে শুইয়া থাকি, তার জ্বালায় প্ৰাণ যায়
রমণ বলে, শিয়ান হইলে, বুঝবে কথা ইশারায়।
বন্ধুরে! রাজপন্থে কাপড় ধরা, ধরবার উচিত নয়।
নবীন শাড়ি ফাড়া গেলে বিষম জ্বালা ঘটাইবায়।
বন্ধরে! ইন্দ্ররমণ রাধা বলে, ভাবি তনু যায়
আমার সমান দোষী বুঝি ত্ৰিজগতে নাইরে।
পূর্ববর্তী:
« কহ গো ললিতে সই কেন না আসিল গো
« কহ গো ললিতে সই কেন না আসিল গো
Leave a Reply