কদমতলে বংশীধারী,
ও নাগরী, জলের ছাইলে দেখবে তায়–
চল সজ নী, যাবায় নি গো যমুনায়।
প্ৰাণসই, সখী গো, আমার বন্ধুয়া বিনে
দরদ না মানে প্রাণে গো।
হৃৎ-কমলে জ্বলছে আনল–
আনলে জল দিলে আর নিভে না গো।।
প্ৰাণসই সখী গো, আমারে পরতিঙ্গি করি
ধরিয়া রাখছে বন্ধের হাতে গো।
যখন টানে তখন প্ৰাণে মানে না গো।।
প্ৰাণসই সখী গো, ভাইবে রাধারমণ বলে–
প্রেম জানো না তোমরা সবে গো।
মনের দুখ আর বলমু কারে,
আমার বন্ধ বিনে কেও জানে না গো।।
পূর্ববর্তী:
« কদমতলে কে বাজায় মুরারী গো সজনী
« কদমতলে কে বাজায় মুরারী গো সজনী
Leave a Reply