কদমতলে কে বাঁশি বাজায় গো ঐ শোনা যায়।
এগো শ্যামের বাঁশির ধ্বনি শুনিয়ে গৃহে থাকা হইল দায়।
শুন গো ললিতে সই তোমারে নিরলে কই গো
এগো চল যাই গো জলের ছলে যমুনায়
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জলে গো
চরণ বিনে অধীনী পাগলিনী প্ৰায় গো।
পূর্ববর্তী:
« কথায় বাঁশি মন উদাসী কোন নাগরে নিল মনপ্রাণ হরে
« কথায় বাঁশি মন উদাসী কোন নাগরে নিল মনপ্রাণ হরে
পরবর্তী:
কদমতলে কে বাজায় মুরারী গো সজনী »
কদমতলে কে বাজায় মুরারী গো সজনী »
Leave a Reply