কদমতলে কে বাজায় মুরারী গো সজনী
কদমতলে কে বাজায় মুররী।।ধু।।
মোহন সুরে বাজায় বাঁশি শুনতে মধুর তানা
প্ৰেমভাবে ভাবিক হইল বাঁশি হয় আপনা।
তরল বাঁশের বাঁশি মধুর স্বরে বাজে
শুনিতে অন্তর কাপে মন চলে না কাজে।
দিন রজনী ঝুরিয়া মারি বাঁশির জ্বালায়
বাধা নিষেধ না মানিয়া মোর নামে বাজায়
ভাইবে রাধারমণ বলে রসিক সুজন
ভাবের বাঁশি বাজাও সবে জগৎ মোহন।
পূর্ববর্তী:
« কদমতলে কে বাঁশি বাজায় গো ঐ শোনা যায়
« কদমতলে কে বাঁশি বাজায় গো ঐ শোনা যায়
Leave a Reply