কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে।।ধু।।
সঙ্গে করি নেও রে বাঁশি দাসী বানাই আমারে,
সহে না বিচ্ছেদ জ্বালা আর দিও না আমারে।
এমন দরদি নাই বুক চিরি দেখাব কারে,
তোর যন্ত্রণায় ঘর ছাড়িয়া হইলাম জঙ্গলবাসীরে।
কোথায় গেলে পাব তারে ভাবি বসি নিরলে,
একবার যদি পাইতাম শ্যামে মজিয়া রাইতাম চরণে
ভাবিয়া রাধারমণ বলে শুন গো তোরা সকলে,
পাইতাম যদি শ্যামের বাঁশি মজিয়া রাইতাম চরণে।
পাঠান্তর : শ্ৰী : দরদি > দইরদী, গো আঃ বার > বাহির
পূর্ববর্তী:
« কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল
« কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল
Leave a Reply