কই গো মাধবীলতা বল গো ললিতে
বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
কদমতলে করছে আলাপ পদের পরে পদ থইয়া।
কদম্বে জুলান দিয়া বুদ্ধে বাজায় বাঁশি
রাধারে বিনাইয়া।
ভাইবে রাধারমণ বলে ভাবিয়া যাইও আপন মনে গো
বন্ধু আসিবা পরে জলের লাগিয়া গো ললিতে।
পূর্ববর্তী:
« কই গেলে পাই তারে কই গেলে পাই
« কই গেলে পাই তারে কই গেলে পাই
পরবর্তী:
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর »
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর »
Leave a Reply