ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে।
এগো রাধা রাধা রাধা নাম ধরি
শুনতে পাইলাম বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
বাঁশির আর একে তো গো জ্বালা আর জ্বালায় বসন্তে
আর মন হইয়াছে উন্মাদিনী ভাবিতে চিন্তিতে।।
আর শ্যামকলঙ্কী নামটি আমার বাকি নাই কেউ জানতে
ওগো বলীউক বলীউক লোকে মন্দ ছাড়ব না প্ৰাণান্তে।।
আর ভাইবে রাধারমণ বলে ভাবিয়া মনেতে
ওরে জীতে না পুরিলে আশা পুরে যদি অন্তে।
পূর্ববর্তী:
« ওরে রঙ্গিলা বন্ধু, কী রঙ লাগাইলা তোমার গায়
« ওরে রঙ্গিলা বন্ধু, কী রঙ লাগাইলা তোমার গায়
Leave a Reply