ঐ বাজে মোহনবাঁশি শুন নি শ্রবণে
বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে।।ধু।।
যোগী ঋষির যোগভঙ্গ বাঁশির সুতানে
যমুনা উজান বহে শ্যামের বাঁশির সনে।।১।।
ললিতাবিশাখা চলে কে যাবে মর সনে
কদম্বে কি বংশী বটে কি যমুনা পুলিনে।।২।।
আর তা ঘরে রাইতে নারি বাঁশির আকর্ষণে
বংশী নাটে মন উচাটন কহে শ্ৰীরাধারমণে।।।৩।।
পূর্ববর্তী:
« ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
« ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
পরবর্তী:
ঐ যমুনার ঘাটে কদম্ব কি বংশী বটে, সই »
ঐ যমুনার ঘাটে কদম্ব কি বংশী বটে, সই »
Leave a Reply