এমন সুন্দর শ্যামল বনবেহারী।
তারে হদিয়ে রাখিয়ে সদায় গো হেরি।।
সকল সখীর সঙ্গে আইলাম। জল ভরি
আঁখির ঠারে আমায় বলে মালা দেও প্যারী।
কদম ডালে বইসে কালায় বাজায় বাঁশরী
কত যুবত নারীর মনপ্ৰাণ নিল গো হরি।
ভাইবে রাধারমণ বলে শুন সহচরী
কালার প্রেমের এতো জ্বালা আগে তো না জানি।
পূর্ববর্তী:
« এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো
« এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো
পরবর্তী:
এলিম শিখলে আলেম হয় না আমল না হলে »
এলিম শিখলে আলেম হয় না আমল না হলে »
Leave a Reply