এগো সই কি দেখিলাম চাইয়া–
ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধরে থইয়া।
সুরধুনী তীরে গেলাম কাকে কলসী লইয়া–
রূপ পানে চাইতে চাইতে কলসী গেল ভাইয়া।
সোনার বান্ধা মোহন বাঁশি প্ৰেমে বান্ধা হিয়া–
নাম ধরে বাজায় বাঁশি তমাল ডালে বইয়া।
ভাইবে রাধারমণ মনেতে ভাবিয়া–
নিবাইল মনের অনল কে দিল জ্বালাইয়া।
পাঠান্তর : মন চলে > ও মন চলে না, কাঙ্কে কলঙ্কী\”> কলসী কাখে, রূপ পানে > রূপের পানে, কে দিল > বাঁশি দেয়
Leave a Reply