আর বাইজ নারে বন্ধের বাঁশি রে।।ধু।।
তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে।
আমরা কামিনীর মন উন্মাদিনী করে রে।।১।।
থাকি গুরু গঞ্জনায় ননদিনী মন্দ কহে সদায় বাঁশি রে
আমার জাতিকুল লাজভয় নিলে হরে রে।।২।।
কহে শ্ৰীরাধারমণ কেন করে জ্বালাতন বাঁশি রে
নিতে হইলে নেয়। সঙ্গে করে রে।।৩।।
পূর্ববর্তী:
« আর বন্ধু নি আমার রে নিদায়-পাষাণ বন্ধরে
« আর বন্ধু নি আমার রে নিদায়-পাষাণ বন্ধরে
পরবর্তী:
আর শুন শুন শুন মর্ম দিয়া »
আর শুন শুন শুন মর্ম দিয়া »
Leave a Reply