আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে।
একদিন জলের ঘাটে কালায় মোরে ধরলো হাতে, প্রাণসজনী
নিষেধ বাধা নাহি মানে লম্ফ দিয়া ধরল গলে।
পথের মাঝে বাকাকুরি দেখে আইল কালন,নদী, প্রাণসজনী,
আমার নিদাগেতে দাগ লাগাইলো বসন লইয়া উঠলো ডালে।
ভাইবে রাধারমণ বলে শোনগো তোমরা সকলে
জলে গেলে মান থাকে না। আর কেউ যাইও না জলে।।
পাঠান্তর : গো আঃ কালায় মোরে > লম্ফ দিয়া
লম্প দিয়া ধরল গলে > চিপা দিয়া ধরে গলে
দেখে আইল…প্রাণসজনী > ননদীর নজরে পড়ি
বসন লইয়া > বসন নিয়া
শোনগো তোমরা সকলে > শোন গো রাই তোরা সকলে।
Leave a Reply