আমি রূপ হেরিলাম গো আমার মনপ্ৰাণ সব দিলাম গো।।ধু।।
সখী গো–সুরধনীর ঐ ঘাটে গৌরায় নারী ধরার
ফান পাতিয়াছে গো।
এগো যে যাইবায় ফান্দে ঠেকাবায় দায়ে ঠেকাবায় গো।
সখী গো যাইছ না তোরা সুরধনী মোর মত হইছ না
কলঙ্কিনী গো
এগো–কুলমান তোরা থাকো নিজ ঘরে গো।
–সখী গো–বলে অধীন রাধারমণে
প্ৰাণে কি আর ধৈৰ্য মানে গো–
এগো মনে লয় প্ৰাণ ত্যাজ্য করে তার সঙ্গে যাই গো।
পূর্ববর্তী:
« আমি রাধা ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা
« আমি রাধা ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা
পরবর্তী:
আমি শুধু আমার সুরে তোমারি গান গাই »
আমি শুধু আমার সুরে তোমারি গান গাই »
Leave a Reply