আমি দেইখে আইলাম তারে গো।
জলের ঘাটে নবীন শ্যামরায়
ও তারে দেখলে নয়ন পাশরো না যায়।।
কদম্ব ডালেতে বসি প্ৰাণবন্দে বাজায় বাঁশি।
ও তার বাঁশির সুরে নিল কুলমান গো।
তনুবিদ্যা বিন্দুরেখা প্ৰাণ বন্ধুরে আনি দেখা
ও আমার অঙ্গদিনী সুদেবী কোথায়।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার নয়ন জলে বুক ভাসিয়া যায়।
পূর্ববর্তী:
« আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
« আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
Leave a Reply