আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণসজনী।
কি আচানক রূপের ছটক গো ও যেমন … সৌদামিনী।।
নামারূপ বাঁশির গানে দরদী পরাণে সেই অঙ্গ পরশা হইলে
ও সখী, কি হইবে না জানি
তিন পুরুষে হয় না রতি একা হইলেম প্রাণী
আমি কারে ভজি করে ত্যেজি গো ও বিশখে
বল গো সখী প্ৰাণ সজনী।
নব অনুরাগের ভরে হইলেম উম্মাদিনী
তিন পুরুষ নয় এক পুরুষ হয়
ও সখী বলিতেছে রাধারমণী।
পূর্ববর্তী:
« আমি কেন গেলাম জলে গো সখী কেন গেলাম জলে
« আমি কেন গেলাম জলে গো সখী কেন গেলাম জলে
পরবর্তী:
আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু »
আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু »
Leave a Reply