আমি কেন গেলাম জলে গো সখী কেন গেলাম জলে।
ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে।।
কদম্বের ডালে ত্ৰিভঙ্গের বেশে কালায় আমায় দেখে মুস্কি হাসে।
বরা কলসীর জল, ঢালিয়া ফালাও ভূমিতল, আমার মনে লয়
গো আবার যাইতাম জলে।
ভাবিয়া রাধারমণ কয় কিবা প্ৰাণী জলে রায় এগো কালা
আমার গলার গো মালা।
পূর্ববর্তী:
« আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
« আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
Leave a Reply