অসময়ে বাঁশি বাজাই আকুল কইলায় মোরে প্রাণ বন্ধুয়ারে
আকুল কইলায় মোরে।।ধু।।
মনপ্ৰাণ হরিয়া নিলো তোমার বাঁশির সুরে–।
তোমার বাঁশি তুমি বাজাও সহিতে না পরি।
হাতের কাজ পালাই থইয়া, ছাড়ি ঘর বাড়ী।
সপ্ত সুরের বাঁশি তোমার সপ্ত রন্ধে বাজে–
বাঁশির সুরে প্রাণ বিদুরে মন বসে না কাজে রে।
কদম ডালে বসিয়া তুমি বাজাও মোহন বাঁশি
মরণকালে প্ৰাণ বন্ধুয়া দেখা দিও আসি।।
পূর্ববর্তী:
« অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভেইল না
« অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভেইল না
পরবর্তী:
অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ »
অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ »
Leave a Reply