অয়রে শ্যামচন্দের বাঁশি, আকুল কইল মোরে।
দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে।
বাঁশি ধরি মাইল টান উড়িল যুবতীর প্রাণরে।
শ্যামরূপ পানে চাইয়া থাকি রে নয়ন ভাইরা দেখি রে
জুড়াব দুই আঁখি রে।।
আমি যাইমু জলের ছলে তুমি যাইবায় কদম তলে রে।
কদম তলে হইব দেখা, শ্যাম, তোমার আমার একা রে
কহিব দুঃখের কথা রে।।
ভাইবে রাধারমণ বলে বাঁশির জ্বালায় অঙ্গ জ্বলে রে
পিরিত কইরে ছাইড়া গেল অন্তর আমার ঝুরে রে।
পূর্ববর্তী:
« অয় গো সখী অন্যে জানে কেমনে
« অয় গো সখী অন্যে জানে কেমনে
পরবর্তী:
আঁধারে ঘিরিল, কোথায় যাই বল »
আঁধারে ঘিরিল, কোথায় যাই বল »
Leave a Reply