রে বন্ধু কানাই কালিয়া
হাতে লও মোহন বাঁশি ভাব জ্বালা ছাড়িয়া।।
অরি সনে বনে গেলে সাজ কাজ অঙ্গে।
হাতেতে মোহন বাঁশি ধেনুপাল সঙ্গে।
অকস্মাৎ হইল তোমার মন বাউল একি
কাম সাগরে ঝাম্প দিলে ধেনু বেণুই রাখি।
কাম সাগরে ঝাম্প দিয়া গুরু কইলে লাই
সেই খেলাতে দিবা গত দিনত বাকী নাই।
খেলনাতে মত্ত হয়ে বেলা হল শেষ
অনুরাগে উঠলো বধু আলো শিরের বেশ।
ধেনু বেণু যথা ছিল না পায় খুঁজিয়া
সাজি কাজ সব নিছে তস্করে হরিয়া।
সব খোয়াইয়া কানাই ভাবে আপন মনে
মায়ে জিজ্ঞাসিলে কথা বুঝাই কেমনে।
গুরু ধরি নাম জপ ঠাকুর কালিয়া
হরে ছিল যত ধন পাইবে ফিরিয়া।…
বাজাও সৰ্ব্বক্ষণ
রাধিকা আসিবে ঘাটে কয় রাধারমণ।
পূর্ববর্তী:
« রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে নয়ন নিল গো
« রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে নয়ন নিল গো
পরবর্তী:
রে মন কী রসে ভুলিয়াছে অসার সংসারে আশা »
রে মন কী রসে ভুলিয়াছে অসার সংসারে আশা »
Leave a Reply